অফিস ও আউটলুকে স্কাইপ সুবিধা

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অফিস অনলাইন ও আউটলুক ডটকমে সরাসরি স্কাইপ সুবিধা যোগ করছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এতে অফিস সফটওয়্যারে অনলাইনে কাজ করার সময় ব্যবহারকারীরা চাইলে সফটওয়্যারটির ভয়েসকল ও ভিডিও সেবা পাবেন।

ইতোমধ্যে এই সেবা মার্কিন যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে। শিগগিরই অন্যান্য দেশেও সেবাটি চালু করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি।

Skype video and voice chats come to Office and Outlook on the web

Techshohor Youtube

অফিস ফাইলে কাজ করার সময় যোগাযোগ প্রক্রিয়াকে সহজ করার জন্য অফিস অনলাইন ও আউটলুকে স্কাইপ যোগ করেছে মাইক্রোসফট। এক্ষেত্রে কোনো ব্যবহারকারী চাইলে স্কাইপের ম্যাসেজ হিস্টরি ডকুমেন্টের সাথে যোগ করে চ্যাট করতে পারবেন। আবার ব্যবহারকারী ডকুমেন্ট খুললেই আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে।

দ্যা নেক্সট ওয়েব অবলম্বনে আহমেদ মনসুর

আরও পড়ুন:

*

*

আরও পড়ুন