![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-পরিচালক ও বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ডের (বিএসটিবি) নির্বাহী কমিটির সদস্য রাশেদ করিম ও ঊর্ধ্বতন সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল আলম ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিটি বোর্ডের (আইএসটিকিউবি) সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
চীনা সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশন বোর্ডের (সিএসটিকিউবি) উদ্যোগে সাংহাইয়ে ১৫ থেকে ২১ অক্টোবর অধিবেশনটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে ভোট দেন রাশেদ করিম।
বিএসটিবি আইএসটিকিউবিয়ের কার্যনিবাহী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশে সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশনের কার্যক্রম পরিচালনা করে আসছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আইএসটিকিউবিয়ের অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে দীর্ঘদিন কাজ করে আসছে।
বিশ্বব্যাপী সফটওয়্যার টেস্টিং এবং কোয়ালিফিকেশনের সনদ প্রদানের সর্বোচ্চ সংগঠন হচ্ছে আইএসটিকিউবি। বিশ্বের ১০০টি দেশের সমন্বয়ে আইএসটিকিউবি গঠিত, যার নির্বাহী কমিটিতে রয়েছে ৫০টি সদস্য রাষ্ট্র। বিশ্বমানের সাথে সমন্বয় রেখে দেশে সফটওয়্যার তৈরিতে এবং এর উৎকর্ষ সাধনে বিএসটিবি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রশিক্ষণ এবং অনলাইন পরীক্ষার আয়োজন করে থাকে।
আহমেদ মনসুর
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি