![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টুইনমস ব্র্যান্ডের কম্বো গ্যাজেট বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। ডিভাইসটি কার্ড রিডার এবং ইউএসবি হাব হিসেবেও কাজ করে।
গ্যাজেটটি এসডি, এসডিএইচসি, এমএমসি, এমএমসি প্লাস, এমএস, এমএস প্রো, এমএস প্রো ডুয়ো, সিএফ, এম২, মাইক্রো এসডি, মাইক্রো এসডিএইচসি কার্ড সমর্থন করে।
কম্প্যাক্ট ডিজাইনের এই গ্যাজেটে রয়েছে বিল্ট ইন ইউএসবি ক্যাবল, ওভার কারেন্ট প্রোটেকশন এবং প্লাগ এন্ড প্লে সুবিধা।
১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ডিভাইসটি দেশের বাজারে ৩৫০ টাকায় পাওয়া যাবে।
আহমেদ মনসুর
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি