মাইক্রোসফট অফিস ২০১৬ আনল কম্পিউটার সোর্স

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের বাজারে মাইক্রোসফট অফিস ২০১৬ এনেছে কম্পিউটার সোর্স।

এই অফিস সফটওয়্যারে রয়েছে একটি ফাইল বা ডকুমেন্ট একসঙ্গে একাধিকজন ব্যবহারের সেবা ‘কো-অথরিং’ এবং ভিডিও ও ছবি দ্রুত সম্পাদনার মাধ্যমে ওয়েবে যুক্ত করে বন্ধু-পরিজনের সঙ্গে শেয়ার করার সেবা ‘অফিস স্যোয়ে’।

এতে আছে ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল, আউটলুক, প্রজেক্ট এবং ভিডিও ব্যবহারে তাৎক্ষণিক পরামর্শ পাওয়ার সেবা ‘টেল মি’ এবং অভিধান ও তথ্য সহায়তার সেবা ‘স্মার্ট লুকআপ’।

Techshohor Youtube

microsft office 2016

এছাড়াও এতে রয়েছে ভার্চুয়ালি তথ্য সংরক্ষণে ওয়ানড্রাইভ, অনলাইন বৈঠকে স্কাইপে এবং কম্পিউটারের পর্দা ভাগাভাগি করে কাজ করার সুবিধা।

মোবাইল, ট্যাব, ডেস্কটপ ও ল্যাপটপে ব্যবহারবান্ধব বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা সমৃদ্ধ এই অফিস সফটওয়্যারের দাম পড়বে ১৮ হাজার টাকা।

আহমেদ মনসুর

*

*

আরও পড়ুন