![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের বাজারে মাইক্রোসফট অফিস ২০১৬ এনেছে কম্পিউটার সোর্স।
এই অফিস সফটওয়্যারে রয়েছে একটি ফাইল বা ডকুমেন্ট একসঙ্গে একাধিকজন ব্যবহারের সেবা ‘কো-অথরিং’ এবং ভিডিও ও ছবি দ্রুত সম্পাদনার মাধ্যমে ওয়েবে যুক্ত করে বন্ধু-পরিজনের সঙ্গে শেয়ার করার সেবা ‘অফিস স্যোয়ে’।
এতে আছে ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল, আউটলুক, প্রজেক্ট এবং ভিডিও ব্যবহারে তাৎক্ষণিক পরামর্শ পাওয়ার সেবা ‘টেল মি’ এবং অভিধান ও তথ্য সহায়তার সেবা ‘স্মার্ট লুকআপ’।
এছাড়াও এতে রয়েছে ভার্চুয়ালি তথ্য সংরক্ষণে ওয়ানড্রাইভ, অনলাইন বৈঠকে স্কাইপে এবং কম্পিউটারের পর্দা ভাগাভাগি করে কাজ করার সুবিধা।
মোবাইল, ট্যাব, ডেস্কটপ ও ল্যাপটপে ব্যবহারবান্ধব বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা সমৃদ্ধ এই অফিস সফটওয়্যারের দাম পড়বে ১৮ হাজার টাকা।
আহমেদ মনসুর
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি