![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের বাজারে গিগাবাইট জেড১৭০এক্স গেইমিং ৩ মডেলের মাদারবোর্ড এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ।
ইন্টেলের ৬ষ্ঠ প্রজন্মের প্রসেসর সমর্থিত এই মাদারবোর্ডে রয়েছে ডুয়াল চ্যানেল ডিডিআর৪ র্যা মের ৪টি স্লট, এক্সক্লুসিভ আল্ট্রা ডিউরেবল মেটাল শিল্ড মোড়ানো পিসিআই স্লটসহ ৩ মুখী গ্রাফিক্স সাপোর্ট, ডুয়াল পিসিআইই জেনারেশন থ্রি এমটু কানেক্টর, ৩টি সাটা এক্সপ্রেস কানেক্টর, রেয়ার অডিও এমপ্লিফায়ারসহ ১১৫ ডিবি এসএনআর এইচডি অডিও এমপ্লিফায়ার, কিলার ই২২০০ গেইমিং নেটওয়ার্কস, হাই কোয়ালিটি অডিও ক্যাপাসিটরস, নয়েজ গার্ড এলইডি ট্রেস প্যাথ লাইটিং, অ্যাপ সেন্টার, ক্লাউড স্টেশন ইউটিলিটিজ এবং গিগাবাইট ইউইএফআই ডুয়াল বায়োস টেকনোলজি।
মাদারবোর্ডের অন্যতম বড় ফিচার হল এক্সট্রিম ইউএসবি ৩.১ জেনারেশন ৩ টাইপ সি পোর্ট, যার ডাটা ট্রান্সফার স্পীড ১৬জিবি/সেকেন্ড। এর দ্বারা নতুন এইচডিএমআই ২.০, ডিসপ্লে পোর্ট, থান্ডার বোল্ট সাপোর্ট পাওয়া যাবে।
৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ এই মাদারবোর্ড এক লাখ ৬৫ হাজার টাকায় পাওয়া যাবে।
আহমেদ মনসুর
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি