![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সেমিনার, প্রতিযোগিতা, প্রদর্শনীসহ নানা আয়োজনে শেষ হল গুগল ডেভফেস্ট- ২০১৫।
শুক্রবার রাজধানীর ধানমণ্ডির সোবহানবাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(ডিআইইউ) মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ডেভলপারদের এই উৎসব।
এতে ডেভলপাররা ম্যাটেরিয়াল ডিজাইন, আ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে দক্ষতা বাড়ানো, অ্যাপ ডিজাইন, অ্যাপ হোস্টিং ও প্রচারণা ইত্যাদি বিষয়ে কারিগরি সেশনে অংশ নেন।
এছাড়া ডিজাইন স্প্রিন্ট, অ্যান্ড্রয়েড চালিত রোবট প্রদর্শনী, গুগল ম্যাপ ও গুগল ট্রান্সলেশনে অবদান রাখাসহ বিভিন্ন আয়োজনেও ডেভলপাররা যোগ দেন।
ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খানের সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার।
বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইউসুফ এম. ইসলাম, গুগলের কান্ট্রি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট খান মুহাম্মদ আনোয়ারুস সালাম, প্রথম আলোর উপ-ফিচার প্রধান পল্লব মোহাইমেন, ডেভফেস্টের আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতার হোসাইন এবং বিল্যান্সারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শফিউল আলম।
উদ্বোধনের পর সকালের সেশনে বাংলা কম্পিউটিং নিয়ে সেমিনারে বক্তব্য রাখেন অতিথিরা।
বিকালে দ্বিতীয় সেশনে ‘আমরাই বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন বেসিস সভাপতি শামীম আহসান। এতে আরও আলোচনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান, গ্রামীণফোনের হেড অব ইন্টারন্যাল কমিউনিকেশনস খায়রুল বাশার ।
অনুূষ্ঠানে স্বাধীনতা দিবসে আয়োজিত ‘বাংলার জন্য চার লাখ’ প্রতিযোগিতায় বিজয়ী ডিআইইউ শিক্ষার্থী সালমান আবিরকে পুরস্কৃত করা হয়।
গুগল ডেভেলপার্স গ্রুপ(জিডিজি) বাংলা ও ডিআইইউ এর যৌথ উদ্যোগে এই ডেভলপার উৎসব আয়োজনের সহযোগিতায় ছিল দেশীয় অনলাইন মার্কেটপ্লেস বিল্যান্সার, রকমারি ডটকম, এমসিসি লিমিটেড ও বিডিওএসএন।
আল-আমীন দেওয়ান