![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুগল ডেভেলপার গ্রুপ বাংলা (জিডিজি বাংলা) আরেকটি ডেভফেস্টের আয়োজন করতে যাচ্ছে। আগামী শুক্রবার এ আয়োজনে কোডিং, ম্যাটেরিয়াল ডিজাইন, অ্যাপস ডিজাইনসহ আরও কিছু সেশন অনুষ্ঠিত হবে।
‘গুগল ডেভফেস্ট ২০১৫ : জিডিজি বাংলা’ শীর্ষক দিনব্যাপী এ ডেভফেস্টে সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখবেন দেশসেরা সব প্রযুক্তিবিদ।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি শামীম আহসান, প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, এমসিসির সিইও আশ্রাফ আবির, বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগসহ ২০জন বক্তা বিভিন্ন সেশনে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবেন।
রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইউ) ডেভফেস্টটি অনুষ্ঠিত হবে।
এতে অংশ নিতে হলে আগে নিবন্ধন করতে হবে। এই লিঙ্কে গিয়ে আগ্রহীদের নিবন্ধন করতে অনুরোধ করেছেন আয়োজকরা।
জিডিজি কমিউনিটি ম্যানেজার আরিফ নিজামী বলেন, এ ডেভফেস্টে অংশগ্রহণকারীরা বিভিন্ন সেশনে অংশ নিতে পারবেন। দেশের প্রখ্যাত প্রযুক্তিবিদদের সঙ্গে তাদের জানা-অজানা বিষয় শেয়ার করতে পারবেন। তার আশা ৭০০-এর বেশি আগ্রহী ফেস্টটিতে অংশ নেবেন।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি