ফটোশপ সিএস ৬ টিউটোরিয়াল : পর্ব-১

PhotoShopTutorial-1, Tech Shohor

টেক শহর টিউটোরিয়াল : অ্যাডোবি ফটোশপ একটি জনপ্রিয় গ্রাফিক্স সম্পাদনাকারী সফটওয়্যার। সাধারণত সফটওয়্যারটি ফটোশপ নামেই পরিচিত। সফটওয়্যারটি তৈরি করেছে অ্যাডোবি সিস্টেমস। প্রতিষ্ঠানটির সবথেকে জনপ্রিয় সফটওয়্যার এটি। উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমের উপযোগি এই সফটওয়্যারটি টমাস নল এবং জন নল নামের দুই ভাই ১৯৮৭ সালে তৈরির কাজ আরম্ভ করেন।

প্রাথমিক ছাপার কাজে ব্যবহৃত ছবি সম্পাদনার জন্য ফটোশপ তৈরি করা হয়েছিল। কিন্তু ইন্টারনেট বিস্তারের সাথে সাথে ফটোশপ ব্যাপকভাবে ইন্টারনেটের ছবি সম্পাদনা করার কাজে ব্যবহৃত হচ্ছে । ফটোশপের ছবি আঁকার তুলিগুলি এত উঁচুদরের যে বহু শিল্পী ডিজিটাল পেনের (একরকম পেন যার সাহায্যে কমপিউটারে ছবি আঁকা সম্ভব, একে ওয়াকম ট্যাবলেটও বলে) সাহায্যে ফটোশপে ছবি আঁকেন।

আঁকাজোঁকা ও ছবি সম্পাদনা করতে অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন প্রিয়দের জন্য ফটোশপের সর্বশেষ সংস্করণ সিএস৬ এর ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করা হবে’টেক শহর’ এ। বেসিক থেকে শুরু করে অর্থাৎ একেবারে নতুনদের জন্য উপযোগি করে এই টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে করা হবে। আজ প্রথম পর্বে ফটোশপে কিভাবে ইমেজ ওপেন করা হয় এবং মিনি ব্রিজ টুলস কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Techshohor Youtube

– হাসান জোবায়ের, টেক শহর প্রতিবেদক

*

*

আরও পড়ুন