আসুসের নতুন ল্যাপটপ আনল গ্লোবাল ব্র্যান্ড

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আসুসের পঞ্চম প্রজন্মের এক্স৪৫৪এলএ -৫০০৫ইউ মডেলের ল্যাপটপ দেশের বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

২.০০ গিগাহার্জ গতিসম্পন্ন পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই-৩ প্রসেসর ব্যবহৃত এই ল্যাপটপটিতে রয়েছে ৪ গিগাবাইট র্যারম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ইন্টেল ইন্টিগ্রেটেড এইচডি গ্রাফিক্স ৪৪০০।

এতে নেটওয়ার্কিংয়ের জন্য রয়েছে বিল্ট ইন ব্লুটুথ ও ল্যান জ্যাক এবং অপারেটিং সিস্টেমের জন্য রয়েছে ফ্রি ডিওএস।

Techshohor Youtube

asus x454la-5005u

২.১০ কেজি এই ল্যাপটপটিতে পলিমার ব্যাটারি ব্যবহৃত হয়েছে, যা প্রায় ৪.৫ ঘণ্টা ব্যাকআপ দেবে।

২ বছরের ওয়ারেন্টিসহ এই ল্যাপটপের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার টাকা।

আহমেদ মনসুর

*

*

আরও পড়ুন