সফটওয়্যার টেকনোলজি পার্কের পথচলা শুরু

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দীর্ঘ অপেক্ষার পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দেশের প্রথম হাইটেক পার্ক ‘সফটওয়্যার টেকনোলজি পার্ক’। রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারে অবস্থিত ওই সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রোববার আগারগাওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবন থেকে পার্কটির উদ্বোধন করেন জয়।

টেকনোলজি পার্ক উদ্বোধনের সময় জয় বলেন, প্রযুক্তি আমাদের বদলে দিচ্ছে। তাই দেশে প্রযুক্তি উদ্যোক্তা তৈরিতে এই সফটওয়্যার টেকনোলজি পার্কটি বিশেষ অবদান রাখবে।

Techshohor Youtube

software technology park

তিনি বলেন, ভারত, মালয়েশিয়া এখন ফ্রিল্যান্সিং করেই অনেক বৈদেশিক মুদ্রা আয় করে। আমরা সারাদেশে হাইটেক পার্ক, টেকনোলজি পার্ক ও সফটওয়্যার পার্ক গড়ে এই খাতে বৈদেশিক আয় সর্বোচ্চ করবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়াও আরও উপস্থিত ছিলেন আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, হাইটেক পার্ক কর্তৃপক্ষের এমডি হোসনে আরা বেগম। বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন