বিশ্বজুড়ে সাইবার হামলার শিকার ২৫%

cybercrime-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চলতি বছর বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের ২৫ শতাংশ কোনো না কোনো ভাবে সাইবার হামলার স্বীকার হয়েছেন। এদের মধ্যে ১১ শতাংশ ব্যক্তির ই-মেইল আক্রান্ত হয়েছে এবং ৭ শতাংশের অনলাইন ব্যাংকিং বা শপিং অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

অনলাইনে বিভিন্ন সেবা নেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীরা পাসওয়ার্ডের বিষয়ে সচেতন নন বলেই এমন ঘটনা ঘটেছে বলে একটি জরিপে উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, মাত্র ৩৮ শতাংশ ব্যবহারকারী অনলাইন সেবার জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করছেন। এ কারণে তারা বেশ সুরক্ষিত রয়েছেন।

Techshohor Youtube

আরও পড়ুন: কারফোনে সাইবার হামলা!

cybercrime-techshohor

কম্পিউটারে অ্যান্টিভাইরাস ও নিরাপত্তা সেবা দেওয়া রুশ প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

এ প্রতিবেদনে বলা হয়েছে, সব ধরনের ওয়েবসাইটেই কমবেশি সাইবার হামলার শিকার হয়েছেন তারা। এর মধ্যে রয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও মাইক্রোব্লগিং সাইট টুইটার, ই-মেইল সেবা জিমেইল ইত্যাদি।

ক্যাসপারস্কি গবেষকদের মতে, বিশ্বের প্রায় প্রতিটি দেশেই সাইবার হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ভারতে গত এক বছরে হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

গবেষকরা বলছেন, দুটি কারণে সাইবার অপরাধ রেড়েছে। এর একটি অনলাইন ব্যবহারকারীর কার্যক্রমে সরকারি নজরদারি চালানো।

অন্যটি প্রযুক্তির সহজলভ্যতা। ব্যবহারকারীর তথ্য সংগ্রহ হামলার মূল উদ্দেশ্য বলে গবেষকরা জানিয়েছেন।

ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের পেইজে আসা বিভিন্ন লিংকে প্রবেশ করে মূলত হামলার শিকার হয়ে থাকেন। এর মাধ্যমে সাইবার অপরাধীদের জন্য ওই ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক সহজ হয়ে যায়।

জরিপ থেকে জানা যায়, ৩২ শতাংশ অনলাইন ব্যবহারকারী তাদের পরিচিত কারো অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সংবাদ জেনেছেন।

ইকোনমিক টাইমস অবলম্বনে সৌমিক আহমেদ

আরও পড়ুন: 

*

*

আরও পড়ুন