Techno Header Top and Before feature image

সাইবার হামলার কবলে ফিফা ভিডিও গেইমস!

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভয়াবহ সাইবার হামলার কবলে পড়েছে বিশ্বজুড়ে জনপ্রিয় ছয়টি ফিফা ভিডিও গেইম।

গেইমসগুলোতে সাইবার হামলা চালিয়ে হ্যাকাররা ৩.৪ মিলিয়ন বা ৩৪ লাখ মার্কিন ডলার হাতিয়ে নিয়েছে। শুধু তাই নয় ফিফা ভার্চুয়াল কয়েন চুরির পাশাপাশি গেইমের গুরুত্বপূর্ণ খেলোয়ারদের মুছে ফেলেছে হ্যাকাররা।

আক্রান্ত এসব গেইমগুলোর ৫ মিলিয়নের বেশি ইউটিউব গ্রাহক রয়েছে।

Fifa

 

গেইমস নির্মাতা প্রতিষ্ঠান ম্যাথিউ ক্রেগ জানিয়েছেন গত দুই সপ্তাহে তার অ্যাকাউন্টসহ ১০টির বেশি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

গেইম থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডের মতো গুরুত্বপূর্ণ খেলোয়ারদের মুছে ফেলা হয়েছে। গেইমের ক্ষেত্রে ভার্চুয়াল মুদ্রায় রোনাল্ডের দাম ৩ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার।

গেইমের অনলাইন লিডার বোর্ডে যারা শীর্ষ অবস্থানে আছেন তাদের অ্যাকাউন্টই টার্গেট করেছে সাইবার হামলাকারীরা।

সাইবার হামলার ঘটনায় গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছেন গেইমসগুলোর নির্মাতা প্রতিষ্ঠান ইলেক্ট্রোনিক আর্টস (ইএ)। প্রতিষ্ঠানটি জানিয়েছে ভিডিও গেইমগুলোতে নিয়ন্ত্রণ পুনপ্রতিষ্ঠা করেছে তারা।

বিবিসি অবলম্বনে সৌমিক আহমেদ

*

*

আরও পড়ুন