ব্লগিং শুরু করবেন কেন?

মোশাররফ রুবেল, অ্যাপ ডেভেলপার, অতিথি লেখক :  ব্লগিং, সাম্প্রতিক সময়ে আলোচিত একটি শব্দ। নিজের কথাগুলো নিজের মতো করে প্রকাশ করার দারুণ এক মাধ্যম। যদিও মত প্রকাশের এ মাধ্যমকে ঘিরে বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা নাড়া দিয়েছে পুরো দেশকে। ধর্মীয় বিষয়কেন্দ্রিক এসব ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে সবার মাঝে।

তবে এমন লেখালেখিরি বাইরেও ব্লগিংকে ঘিরে গড়ে উঠেছে অনেক রকমের পেশা। অনলাইনে জগতের বড় একটি জায়গা দখল করে আছে এটি। প্রশ্ন থেকে যায় ব্লগিং কেন করবো? পেশার জায়গা ছাড়াও, নিজের কথাগুলো সবার কাছে তুলে আনার জন্য ব্লগিংয়ের বিকল্প নেই।

blog-first-person

Techshohor Youtube

অর্থ আয়ের পথ হতে পারে ব্লগিং
ব্লগিং হতে পারে আয়ের একটি মাধ্যমও। ব্লগিংকে অনেকেই পেশা হিসেবে নিয়েছেন। তারা ব্লগ মনেটাইজ করে বড় অংকের অর্থ আয় করছেন।

উদাহরনস্বরুপ বলা যায় অমিত আগারওয়ালের কথা। যিনি ল্যাবনল নামে একটি ব্লগ সাইটের প্রতিষ্ঠাতা। তিনি এখন এ ব্লগ থেকে অনেক আয় করেন।

এ ছাড়া ব্লগিংয়ের মাধ্যমে এফিলিয়েশন করে আয় করা যায়।

ব্লগিং নতুন কিছু শিখতে সাহায্য করে
ব্লগিং হচ্ছে আপনি যা জানেন, যা জানতে চান , যা জানাতে চান এবং যা কিছু আপনি দেখতে চান আগামীতে সেগুলোর সমাহার বললে খুব বেশি বলা হবে না । একজন ব্লগারকে আগ্রহের জায়গা নিয়ে আরও জানতে হয়, পড়াশুনা করতে হয়।

প্রতিটা আর্টকেল লেখার আগে প্রচুর তথ্য জানতে হয়। পারিপার্শ্বিক ব্যাপারগুলোর বিষয়ে শুধু ধারণা নয়, সুস্পষ্ট বোঝাপোড়া থাকতে হয়। নতুন বিষয় নিয়ে পড়াশুনা করে ব্লগে সাজিয়ে তুলে আনতে হয়। ফলে দেখা যায় ব্লগিং নতুন নতুন অনেক কিছু শিখতে সাহায্য করে।

ব্লগিং থেকে ভালো লেখক
ব্লগিং করতে করতে এক সময় লেখায় স্বতঃস্ফুতর্তা চলে আসে। ধীরে ধীরে যে কোনো এক বিষয়ে জানার পরিমান বেড়ে যায় অনেকাংশে। ভালো লেখকের গুণাগুন আয়ত্ত করেন অনেকেই।

সাম্প্রতিক সময়ে দেশে নতুন ভালো লেখকদের অনেকেই খুব ভালো ব্লগার। প্রথম দিকে ব্লগিং করে পরে লেখক হিসেবে পরিচিতি পেয়েছেন এদের অনেকেই।

মতামত প্রকাশ করার মাধ্যম
নিজের চিন্তা-চেতনা ও মতামত প্রকাশের চমৎকার মাধ্যম হচ্ছে ব্লগ। সমাজ সংসারে ঘটে যাওয়া ঘটনা, কোনো কিছুর নিয়ে নিজস্ব মন্তব্য প্রকাশের জন্য এটি হচ্ছে আধুনিক সময়ের সবচেয়ে ভালো মাধ্যম।

মানুষের হাতের কাছেই এখন ইন্টারনেট সংযোগের সুবিধা। সহজেই অনলাইন জগতে প্রবেশ করতে পারছেন সকলেই। ব্লগে লেখালেখির মাধ্যমে অন্যদের কাছে আপনার মতামত প্রকাশ করার জন্য এর বিকল্প কমই আছে।

অর্থপূর্ণ চিন্তায় সহয়তা করে ব্লগিং
ব্লগিং একজন ভাল লেখক হতে সাহায্য করে। একজন লেখকের জন্য অর্থপূর্ণ চিন্তা আবশ্যক। সেই ব্যপারটা একজন লেখকের মধ্যে গড়ে দিতে পারে ব্লগিংয়ের অভ্যাস।

ব্লগিংয়ের সময় কোন একটা আর্টিকেল লেখা শুরু করলে সেটা নিয়ে গভীর চিন্তা করতে হয়। এ বিষয়ে জেনে তা নিয়ে চিন্তা করে নিজের মতো করে লেখা তৈরি করতে হয় বলে অর্থপূর্ণ চিন্তা বিকশিত হয়।

 আত্মবিশ্বাসী করে তোলে
কোনো একটা বিষয়ে কেউ যদি ভালো করে জানেন, তাহলে সে বিষয়ের প্রতি তার আত্মবিশ্বাসটা বেড়ে যায় স্বাভাবিকভাবেই। নিয়মিত ব্লগিং করার কারণে একটা দুটো করে লিখতে গিয়ে এক সময় জানার পরিধি বাড়তে থাকে। তিনি নিজেও তা উপলব্ধি করেন। এভাবে তিনি এক সময় হয়ে উঠেন আত্মবিশ্বাসী একজন মানুষ।

 

সহজে শুরু করা যায় ব্লগিং
ব্লগিংয়ে তুলনামূলকভাবে বাধা অনেক কম। কম খরচেই সাইট বানিয়ে শুরু করা যায় ব্লগিং।

এ ছাড়া প্রচুর ফ্রি ব্লগ তৈরি করে লেখালেখির সুযোগ আছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি হলো- ব্লগার ডটকম এবং ওয়ার্ডপ্রেস ডটকম।

Blog notes on Laptop

অডিয়েন্স পাওয়া
মান সম্পন্ন ব্লগিং এক সময় ব্লগারকে প্রচুর পরিমান অডিয়েন্স তৈরি করে দেয়। তৈরি হয় ফ্যান ও ফলোয়ার্স। অনলাইনে একটি নির্দিষ্ট শ্রেণীর পাঠক তৈরি হয়। তখন সহজেই নিজের বক্তব্য লেখনি মানুষের কাছে তুলে ধরা যায়। এসব পাঠকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া যায় চিন্তা চেতনাগুলো।

অন্যকে অনুপ্রাণিত করা যায় সহজেই
একজন ব্লগার সহজেই অনুপ্রাণিত করতে পারেন অনেকেই। তার লেখনির মাধ্যমে, আদর্শের মাধ্যমে ফলোয়ার ও ফ্যানদেরকে উজ্জীবিত করে তুলতে পারেন।

সফল পেশাদার ব্লগারদেরকে এখন অনেকেই অনুসরণ করছেন। তাদের মতো করে নিজেদের গড়ে তোলার চেষ্টা করেন অনেকেই। সুনির্দিষ্ট বিষয় নিয়ে ব্লগিং করে সফল হতে পারলে অর্থ উপার্জনের পাশাপাশি সুনামও তৈরি হয়, যা অনেকের মধ্যে অনুপ্রেরণা তৈরি করে।

rubel

আরও পড়ুন

*

*

আরও পড়ুন