![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঈদ উল আযহার আগে অনলাইন কেনাকাটায় বেড়েছে সেলফি স্টিকের চাহিদা। সঙ্গে বেড়েছে পাওয়ার ব্যাংকের বিক্রিও।
সেলফিপ্রেমীদের কথা মাথায় রেখে ঈদের আগে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান সেলফি নিয়ে নানা ধরনের অফার আর পুরস্কার জেতার সুযোগ দিয়েছে। ফলে এর চাহিদাও বেড়েছে বলে জানিয়েছে অনেক প্রতিষ্ঠান।
ক্লাসিফায়েড বিজ্ঞাপন সাইট এখনি ডটকমের অ্যাসিটেন্ট ম্যানেজার (ইনভেন্টরি ম্যানেজমেন্ট) মো. মারুফুজ্জামান বলেন, ঈদে এখনি ডটকমে যে পরিমাণ অর্ডার এসেছে তার একটা বড় অংশ সেলফি স্টিক ও পাওয়ার ব্যাংকের।
তিনি জানান, মাসের শুরু থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত এখনি ডটকমের মাধ্যমে ১৩২টি সেলফি স্টিক বিক্রি হয়েছে।
একই তথ্য জানানো হয়েছে মার্কেটপ্লেস কেইমু ডটকম থেকে। মার্কেটপ্লেসটি জানিয়েছে, ১ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সেলফি স্টিক ও এ সংক্রান্ত অর্ডার এসেছে ১৩৯টি, যা অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি।
প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী আশিকুল আলম খান বলেন, ঈদে সেলফি স্টিক কেনার পরিমাণ বেড়েছে। মহিলা ক্রেতাদের পক্ষ থেকে বেশিরভাগ অর্ডার আসছে।
তিনি আরও জানান, অনেকেই গ্রামের বাড়িতে ঈদ করতে যাবেন বলে পাওয়ার ব্যাংকও কিনছেন।
প্রযুক্তিপণ্য বিক্রেতা ই-কমার্স সাইট আইটিবাজার ডটকমের প্রধান নির্বাহী সাহাবুল আলম জানান, তাদের সাইটে সেলফি স্টিক এখনো না তুললেও অনেক ক্রেতা ফোনে যোগাযোগ করেছেন।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি