Techno Header Top and Before feature image

মারিও'র ৩০তম জন্মদিন উদযাপন!

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ৩০তম জন্মদিন উদযাপন করলো নিনটেন্ডোর বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও গেইমস চরিত্র মারিও।

ভিডিও গেইমস চরিত্র সুপার মারিও ব্রোস প্রযুক্তির উন্নয়নের ফলে গেইমিং কনসোল আসার পর অনেক চ্যালেঞ্জ এর মুখে পড়েছে। তবে তিন দশক ধরে এটি সমান জনপ্রিয়।

ডাব্লিউআইআইইউ জরিপ অনুযায়ী আইকনিক গেইমসটি বিশ্বজুড়ে ২০১৫ সালে শীর্ষ পাঁচটি ভিডিও গেইমস বিক্রির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে।

mario

৮০’র দশকে প্লেইং কার্ড হিসেবে যাত্রা শুরুর পর থেকেই মারিও চরিত্রের নির্মাতা সিগেরুর মাইয়ামটো নিনটেন্ডোর সঙ্গে যুক্ত আছেন।

তার মতে গত ৩০ বছর ধরে গেইমসটির জনপ্রিয়তা একই রকম থাকার কারণ এর মূল উপাদান একই রকম আছে। খেলাটির মৌলিকতায় কোন পরিবর্তন আনা হয়নি।

মারিও এখনো জাম্প করছে বা দৌড় দিচ্ছে হার্ডওয়্যার ও প্রসেসর বা প্রযুক্তির উন্নয়নের সঙ্গে আমরা খেলাটির কন্ট্রোল আরো দৃঢ় করা সম্ভব হয়েছে বলে মনে করেন এর নির্মাতা সিগেরুর মাইয়ামটো।

বিবিসিঅবলম্বনে সৌমিক আহমেদ

*

*

আরও পড়ুন