![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বজুড়ে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জোলিনা জোলির গুণমুগ্ধ ভক্তের অভাব নেই। যেখানেই জোলি সেখানেই এই ভক্তের দল হুমড়ি খেয়ে পড়েন। নতুন করে এর প্রমাণ পাওয়া গেল আরেক বার। সম্প্রতি জনপ্রিয় ভিডিও দেখার সাইট ইউটিউবে জোলির পনেরো বছর পুরনো একটি দুষ্প্রাপ্য ভিডিও ছাড়া হয়েছে। আর এটি দেখতে সাইটটিতে রীতিমতো ‘ট্রাফিক জ্যাম’ লেগেছে।
ইউটিউবে দেয়া জোলির এই ভিডিও ২০০০ সালের দিকে ধারণ করা হয়। এতে অভিনয় শেখার ক্লাসের জোলিকে তুলে আনা হয়েছে। ঐ বছরই রূপালী পর্দায় অভিষেক হয় তার এবং একই বছর সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ১৯৭৫ সালে অ্যাঞ্জেলিনা জোলির জন্ম হয়। বাবা জন ভট ও মা মার্শেলিন বাট্রান্ড উভয়ই পেশাদার অভিনয়শিল্পী। বাবার হাত ধরে ‘লুক ইন টু গেট আউট’ ছবিতে একটি শিশু চরিত্রে অভিনয় করার মাধ্যমে মাত্র ৬ বছর বয়সে চলচ্চিত্রে অভিষেক হয় জোলির।
এরপর নিজের প্রতিভাগুণে একটি অস্কার, তিনটি গোল্ডেন গ্লোব ও দুটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড পান তিনি।
এনডিটিভি অবলম্বনে আহমেদ মনসুর
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি