![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যারয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।
দেশে প্রথমবারের মতো আঞ্চলিক এই প্রতিযোগিতায় কুমিল্লার ৩০টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি আয়োজন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ।
প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়াও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
প্রোগ্রামিংয়ে মোট নয়টি সমস্যার মধ্যে দুটির সমাধান করে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মো. আলী আশরাফ ও ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুস সাত্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিযোগিতার আহ্বায়ক মাহমুদুল হাছান ও সিএসই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মো. মাহফুজুর রহমান।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি