![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিডব্লিউআইটি) অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা কোর্সের অগ্রগতি ঠিক রাখার জন্য অনলাইনে ক্লাশ, অ্যাসাইনমেন্ট ও পরীক্ষায় অংশগ্রহণ করছে।
এ পদ্ধতিতে ছাত্র-শিক্ষক যোগাযোগ, এডুকেশন রিসোর্স বিনিময়, সমস্যা সমাধান, অ্যাসাইনমেন্ট গ্রহণ ও জমা, পরীক্ষা গ্রহণ ও ফলাফল সবকিছুই হচ্ছে অনলাইনের মাধ্যমে। ফলে শিক্ষার্থীরা বাসায় বসেই শিক্ষকের সহযোগিতায় শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে পারছে। উক্ত পদ্ধতিগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া শুক্রবার ও বন্ধের দিনগুলোতে সকাল-সন্ধ্যা ক্লাশের মাধ্যমে সিলেবাস সমন্বয় করা হচ্ছে।উল্লেখ্য, ডিআইআইটি যুক্তরাজ্যের এনসিসি এডুকেশন ও ইউনিভার্সিটি অব গ্রিনিচের অধীনে বিএসসি অনার্স ইন আইটি প্রোগ্রামটি পরিচালনা করে আসছে। প্রোগ্রামটি আন্তর্জাতিক হওয়ায় সারা বিশ্বে একই সময় পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাই তাদের সাথে সমন্বয় করার জন্য ডিআইআইটি প্রযুক্তির সাহয্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
– বিজ্ঞপ্তি থেকে তুহিন মাহমুদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি