![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে নাগরিক সাংবাদিকতা নিয়ে সপ্তাহব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। রোববার থেকে শুরু হচ্ছে এই কর্মশালা। এতে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ছাড়াও ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট ও মাল্টিমিডিয়া বিশেষজ্ঞরা আলোচনা করবেন।
ঢাকার ইএমকে সেন্টারের সহযোগিতায় আন্তর্জাতিক মাল্টিমিডিয়া সংস্থা ‘এফ সিক্সটি ফোর’ এই কর্মশালার আয়োজন করছে।
আয়োজকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণের মাধ্যমে ব্যবহারিক খুঁটিনাটি ছাড়াও দেশে নাগরিক সাংবাদিকদের কাজের ক্ষেত্র সম্পর্কে পরিস্কার ধারণা পাবে।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষ ও মাস্টার্সের ৩০ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নেবে। ১৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মশালাটি চলবে।
কর্মশালার অংশ হিসেবে প্রত্যেক অংশগ্রহণকারীকে টেক্সট, ছবি, ভিডিও ও অডিও পোস্ট একটি গ্রুপ ব্লগে শেয়ার করতে হবে।
ছয় দিনের প্রশিক্ষণ শেষে ক্লাস ও কাজের ভিত্তিতে নির্বাচিত ২০জনকে ২৫ আগস্ট ইএমকে সেন্টারে বিশিষ্ট ব্যক্তিদের সামনে কাজ উপস্থাপনের সুযোগ দেয়া হবে।
আহমেদ মনসুর
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি