![]() |
আল-আমীন দেওয়ান, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শিক্ষার্থীদের জন্য ডিজিটাল কনটেন্ট ও ডিজিটাল ডিভাইস নিশ্চিত করে শিক্ষার সবগুলো ধাপে তথ্যপ্রযুক্তির ব্যবহার প্রচলনে রোডম্যাপ তৈরি করবে সরকার।
ডিজিটাল বাংলাদেশের উপযোগী শিক্ষা ব্যবস্থার লক্ষ্যে শিক্ষা ক্ষেত্রে ডিজিটালাইজেশনের রোডম্যাপ হবে এটি। ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের দ্বিতীয় সভায় শিক্ষা মন্ত্রণালয়কে এই রোডম্যাপ তৈরি করতে বলা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার তাঁর কার্যালয়ের চামেলী হলে অনুষ্ঠিত এই সভায় টাস্কফোর্সের সাথে যুক্ত সরকারের মন্ত্রণালয়,দপ্তর ও সংস্থার পাশাপাশি এফবিসিসিআই, বাংলাদেশ কম্পিউটার সমিতি(বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসসহ (বেসিস) বিভিন্ন বেসরকারি প্রতিনিধি ও বিশেষজ্ঞরা যোগ দেন।
সব শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুতগতির ইন্টারনেট দেয়া, মাধ্যমিক পর্যায় পর্যন্ত সব পাঠ্যপুস্তকের ডিজিটাল কনটেন্ট তৈরি করা, সব শিক্ষার্থীর হাতে ডিজিটাল ডিভাইস পৌঁছানো, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ই-শিক্ষার বাস্তবায়নসহ শিক্ষার ডিজিটালাইজেশন হবে এই রোডম্যাপে।
আর এই রোডম্যাপ অনুয়ায়ী ২০২১ সালের মধ্যেই বাস্তবায়ন হবে পূর্ণাঙ্গ ডিজিটাল শিক্ষা ব্যবস্থা।
টাস্কফোর্স সদস্য তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার টেকশহরডটকমকে জানান, ডিজিটাল শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে এই রোডম্যাপ কার্যকর ভূমিকা রাখবে। আশা করা যায় ২০২১ সালের মধ্যেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ডিজিটাল হবে।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি