ডোজ ইন্টারনেটে ফ্রি ইনস্টলেশনের মেয়াদ বাড়ল

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মেয়াদ বাড়ানোর কারণে ১০ আগস্ট পর্যন্ত আট হাজার টাকার ইনস্টলেশন বিনামূল্যে পাবেন ডোজ ইন্টারনেটের নতুন গ্রাহকরা। অনলাইন টপআপ প্যানেলের মাধ্যমে ২ মাসের বিল অগ্রিম জমা দিলেই অফারটি গ্রহণ করা যাবে।

এর আগে এই অফারের মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়।

এই অফারের আওতায় ১০ এমবিপিএস ১০০ জিবি প্যাকেজের ২ মাসের বিল ৬ হাজার ৯০০ টাকা এবং ২৫ এমবিপিএস ৩০০ জিবি প্যাকেজের ২ মাসের বিল ১১ হাজার ৫০০টাকা (ভ্যাটসহ)।

Techshohor Youtube

Doze-internet

২৪ ঘণ্টা কলসেন্টার সাপোর্ট সুবিধাসহ গ্রাহকরা ইন্টারনেটে ভিসা অথবা মাস্টার কার্ড দিয়ে বিল পরিশোধ করতে পারবেন।

বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়

আহমেদ মনসুর

*

*