![]() |
আল-আমীন দেওয়ান, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাজারে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে(পিপিপি) যাচ্ছে রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটক।
বৃহস্পতিবার ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের দ্বিতীয় সভায় এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়।
সভায় প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় টেলিটককে পিপিপিতে নেয়ার প্রস্তাব করেন। এরপর এ বিষয়ে কথা বলেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমেদ ও বেসিস সভাপতি শামীম আহসান।
প্রধানমন্ত্রী রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল ফোন অপারেটরের উন্নয়নের জন্য বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
টাস্কফোর্স সদস্য বেসিস সভাপতি শামীম আহসান টেকশহরডটকমকে জানান, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় টেলিটককে পিপিপিতে নেয়ার প্রস্তাব করলে প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
সভায় টাস্কফোর্স সদস্য এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমেদ বেসরকারি খাত থেকে সব রকমের সহযোগিতা করা হবে বলে নিশ্চিত করেন।
টাস্কফোর্সের আরেক সদস্য তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার টেলিটকের পিপিপির বিষয়টি টেকশহরডটকমকে নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ের চামেলী হলে অনুষ্ঠিত এই সভায় টাস্কফোর্সের সাথে যুক্ত সরকারের মন্ত্রণালয়,দপ্তর ও সংস্থার পাশাপাশি এফবিসিসিআই, বাংলাদেশ কম্পিউটার সমিতি(বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসসহ (বেসিস) বিভিন্ন বেসরকারি প্রতিনিধি ও বিশেষজ্ঞরা যোগ দেন।
উল্লেখ্য, চতুর্থ প্রযুক্তির (ফোরজি) মোবাইল ফোন সেবা দিতে বিনিয়োগকারী খুঁজছিলো অপারেটরটি।
টেলিটক সম্প্রতি এ বিষয়ে পরিকল্পনা কমিশনকে বিনিয়োগকারী খুঁজে দেওয়ার কথা বলে। জবাবে কমিশন সরকারি বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে ফোর জি চালুর পরামর্শ দিয়েছিলো।
বর্তমানে টেলিটকের থ্রিজি গ্রাহক ১৫ লাখ।