![]() |
হাসান যোবাযের, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইমেজে অনেক সময় অনাকাংখিত স্পট থেকে যায়। তবে এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। ছবির মুখের দাগ দূর করাসহ অন্যান্য দাগ দূর করতে ফটোশপ সফটওয়্যার ব্যবহার করা হয়, যা ছবিকে আরও প্রাঞ্জল করে তোলে। যে কোনো ছবির মুখের দাগ দূর করা যাবে এ টিউটোরিয়ালগুলো অনুশীলন করলে।
ধারাবাহিক এ বাংলা ভিডিও ফটোশপ টিউটোরিয়ালের এ পর্বে ছবিতে বিভিন্ন দাগ পরিস্কার করে কিভাবে প্রফেশনাল ইমেজ রিটাচ করা যায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। কয়েক পর্বের এ প্রজেক্টগুলো অনুসরণ করলে চেহারা এডিট করা যাবে অনায়াসেই।
ইমেজ রিটাচ করার জন্য অনেক ধরনের টুলস রয়েছে ফটোশপে । যে টুলসগুলো অতি প্রয়োজনীয় সেগুলো নিয়ে এ টিউটোরিয়াল প্রজেক্টটি করা হয়েছে। কয়েক পর্বের ভিডিওগুলো দেখলে যে কেউ ছবি রিটাচ করতে পারবেন বলে আশা করা যায়। ভিডিও টিউটোরিয়ালের ২৬তম পর্বে ইমেজ রিটাচ নিয়ে আলোচনা করা হয়েছে।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি