![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক ডেল দেশের বাজারে দুটি নতুন ল্যাপটপ নিয়ে এসেছে। ইন্সপাইরন ৭০০০ ও ইন্সপাইরন ৩০০০ নামের ল্যাপটপ দুটি বাজারে ছাড়া উপলক্ষে সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করে কোম্পানিটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির। তিনি নতুন পণ্য দুটির বিভিন্ন কারিগরি বৈশিষ্ট্য তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডেলের ডিস্ট্রিবিউশন সহযোগীরা উপস্থিত ছিলেন।
ইন্সপাইরন ১৪ ও ১৫ ৭০০০ সিরিজের ল্যাপটপগুলোতে রয়েছে ডেডিকেটেড ১০ ফিঙ্গার নিউমেরিক কি প্যাড, যা প্রজেক্ট ও স্প্রেডশিটের কাজগুলোকে করে সহজতর। কাজ শেষে আবার এই কি প্যাড ব্যবহার করা যাবে বিভিন্ন গেম খেলাতেও। মাত্র ০.৬ ইঞ্চি পুরু ল্যাপটপটির ওজন মাত্র ২.৬ কিলোগ্রাম।
ডেল ইন্সপাইরন ৭০০০-এর অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে-
ইন্টেল কোর আই ৩ প্রসেসর
৪ গিগাবাইট র্যাম
১৫.৬/১৪ ইঞ্চি স্ক্রিন
৪ সেল বিশিষ্ট ব্যাটারি (আট ঘণ্টা ৫২ মিনিট ব্যাটারি লাইফ)
ডাইমেনশন- ৩৭৯.৪ X ২৫৪.৮ X ২২.২ মিলিমিটার
৫০০ গিগাবাইট হার্ড ডিস্ক ড্রাইভ
এইচ.ডি.এম.আই. পোর্ট
এল.ই.ডি ব্যাকলাইট টাচ ডিসপ্লে
অন্যদিকে ইন্সপাইরন ৩০০০ সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ, যা চার্জ ও পাওয়ারের ক্ষেত্রে খুবই কার্যকর। ল্যাপটপটি টানা আট ঘণ্টা ২০ মিনিট সচল থাকতে পারে ও মসৃণ অপারেশনের জন্য রয়েছে সর্বাধুনিক উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম। আলট্রা থিন ল্যাপটপটির ওজন মাত্র ৩.১৫ পাউন্ড।
অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে –
চতুর্থ জেনারেশনের ইন্টেল প্রসেসর
টাচস্ক্রিন
র্যাম ৪ গিগাবাইট ডিডিআরথ্রি (১.৪ গিগাহার্টজ)
৫০০ গিগাবাইট হার্ড ডিস্ক ড্রাইভ
স্ক্রিন সাইজ (ডায়াগোনাল)- ১১.৬ ইঞ্চি