ম্যাক ব্যবহারকারীদের জন্য এলো মাইক্রোসফট অফিস ২০১৬

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যাপলের ম্যাকের ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফট অফিস ২০১৬ উন্মুক্ত করেছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি।

তবে যে সব ব্যবহারকারীরা এখন মাইক্রোসফট অফিস ৩৬৫ ব্যবহার করছেন তারাই নতুন অফিস ২০১৬ আগে পাবেন বলে জানিয়েছে টেক জায়ান্টটি।

অন্য সব ডিভাইসের ব্যবহারকারীদের জন্য এখনই উন্মুক্ত হচ্ছে না এই সফটওয়্যারটি। এর জন্য অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর পর্যন্ত।

Techshohor Youtube

office 2016

তবে টেক জায়ান্ট অ্যাপলের আই ক্লাউড থেকে অন্য ডিভাইসে নিয়ে অফিস ২০১৬ এর কনটেন্ট এডিট করা যাবে।

১৬টি ভাষায় তৈরি মাইক্রোসফট অফিসের ম্যাক সংস্করণে রয়েছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ারপয়েন্ট, আউটলুক ও ওয়ান নোট।

গত মার্চ মাস পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল সফটওয়্যারটি। এই সময়ে ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া মতামতের ভিত্তিতে সফটওয়্যারটি ৭ বার আপডেট করেছে মাইক্রোসফট।

শিক্ষার্থীদের বিনামূল্যে বা বড় ধরণের ছাড়ে অফিস ২০১৬ ব্যবহারের সুযোগ দেওয়া হতে পারে বলে জানা গেছে।

টেকক্রাঞ্চ অবলম্বনে সৌমিক আহমেদ

আরও পড়ুন: 

*

*

আরও পড়ুন