![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যাসরকের নতুন একটি মাদারবোর্ড বাজারে এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস। ৩ বছরের ওয়ারেন্টি সম্বলিত মাদারবোর্ডটিতে রয়েছে এলনাঅডিও ক্যাপস যা অসাধারণ সাউন্ড আউটপুট দিয়ে থাকে।
এতে রয়েছে সলিড ক্যাপাসিটর যা মাদারবোর্ডের পারফরমেন্সকে আরও সমৃদ্ধ করে। রয়েছে গিগাবিট ল্যান।
আরও রয়েছে এইচডিএমইআই, ডিভিআই ও ডি-সাব পোর্ট। মাদারবোর্ডটি চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই ৩, ৫, ৭ ও জিওন প্রসেসর সমর্থন করে।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি