এটুআই প্রকল্পে ওপেন ওয়েব টুল বানাবে মজিলা

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ওপেন ওয়েব টুল ব্যবহারের মাধ্যমে ই-সেবা চালু করতে একসেস টু ইনফরমেশনের (এটুআই) সঙ্গে এবার যুক্ত হয়েছে ওয়েব ব্রাউজার মজিলা।

ঈদের আগেই মজিলা ফাউন্ডেশন ও একসেস টু ইনফরমেশন (এটুআই) এর মধ্যে এ নিয়ে একটি সমঝোতা স্বারক সই হবে।

সমঝোতা স্বারক অনুযায়ী, এটুআই প্রকল্পের জন্য কিছু ওয়েব টুল তৈরি করবে মজিলা ফাউন্ডেশন। অল্প কিছু দিনের মধ্যেই দেশে ওপেন ওয়েব টুল উদ্বোধন করা হবে।

Techshohor Youtube

Mozila

এই টুলগুলো বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন ব্যবহারকারীরা। মজিলার তৈরি এই টুলগুলো দিয়ে ঘরে বসেই ওয়েব ডিজাইন করা যাবে। ক্ষুদ্র ব্যবসায়ীরা ওয়েব কনটেন্ট নিজেরাই তৈরি করতে পারবেন। শিক্ষকরা তাদের ক্লাসরুটিন, ই-কমার্স ব্যবসায়ীরা ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি মজিলা ফাউন্ডেশন ও এটুআইয়ের যৌথ উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় ওপেন টুলসগুলোর ব্যবহার উপযোগিতা, সরকারি সেবাগুলোতে ব্যবহারের ক্ষেত্র, চাহিদা নিরূপণ এবং টুল ব্যবহারের ধারণা দেওয়া হয়। কর্মশালায় ছাত্র, শিক্ষক, আইটি বিশেষজ্ঞ ও আইটি খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মজিলার করা টুলগুলো ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ ও নিজেদের ভাবনা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

এ ব্যাপারে মজিলা ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর বেন মসকোউইটড বলেন, আমরা এটুআইয়ের সঙ্গে একমত, প্রত্যেক নাগরিকের ডিজিটাল দক্ষতা অর্জন ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে উদ্ভাবনী ই-সেবা গ্রহণের সুযোগ থাকা উচিৎ।

এটুআই প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী বলেন, ভবিষ্যতেও আন্তর্জাতিক পর্যায়ে এটুআইয়ের কার্যক্রম অব্যাহত থাকবে।

*

*

আরও পড়ুন