![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সপ্তাহ দুয়েকের মধ্যে উন্নয়শীল দেশগুলোর অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ফেইসবুকের ‘লাইট অ্যাপ’ চালু করা হবে। তবে ইতিমধ্যে ভারত ও ফিলিপাইনে অ্যাপটি চালু করা হয়েছে।
২জি নেটওয়ার্কে দ্রুত ফেইসবুক ব্যবহারের অভিজ্ঞতা দিতে তৈরি করা হয়েছে অ্যাপটি। ভারত ও ফিলিপাইনের পর শিগগিরই অ্যাপটি অন্যান্য দেশগুলোর জন্য চালু করা হবে।
ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, লাইট অ্যাপ ২জি নেটওয়ার্কে দ্রুত গতির সেবা দেবে। কারণ নেটওয়ার্কিং সাইটটির সার্ভার অপটিমাইজিং কনটেন্টের ভার নিয়ে নেবে।
স্বল্প গতির নেটওয়ার্ক অবকাঠামোর দেশগুলোতে দ্রুত গতির ফেইসবুক ব্যবহার অভিজ্ঞতা দেয়ার জন্য এই অ্যাপটি নিয়ে চলতি বছরের জানুয়ারি মাস থেকে পরীক্ষানিরীক্ষা শুরু হয়।
অ্যাপটির ওজন মাত্র ৪৩০ কেবি। ফলে এটি দ্রুততর সময়ে ডাউনলোড করা যাবে। এতে নোটিফিকেশন ও ম্যাসেজিং সেবা পাওয়া যাবে। তবে অ্যাপটি ভিডিও সাপোর্ট করবে না।
অ্যাপটির ইন্টারফেইস খুবই সাধামাটা। বার্তা আদান-প্রদানে যারা ফেইসবুক ব্যবহার করেন এটি তাদের দ্রুত গতির সেবা দেবে।
দ্যা নেক্সট ওয়েব অবলম্বনে আহমেদ মনসুর
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি