![]() |
হাসান যোবাযের, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মুন প্রজেক্টের ফাইনাল পর্বে স্বাগতম। গত পাঁচ পর্বের সকল কাজ শেষ করার পর এ পর্বে প্রজেক্টটি সুন্দরভাবে শেষ করার বিষয়ে আলোচনা করা হয়েছে। যারা শুরু থেকে এ পর্যন্ত সকল ধাপগুলো ঠিক মত করেছেন আশা করি তাদের সিলেকশন করা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না।
ফটোশপে সিলেকশন তৈরির জন্য অনেকগুলো টুলস রয়েছে। এক এক টুলের কাজ একেক রকম। কাজ করার ক্ষেত্রে সবগুলো টুলস সম্পর্কে জানা থাকলে অনেক সুবিধা হয়। এ কারণে মুন প্রজেক্টে সিলেকশন টুলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভিডিও টিউটোরিয়ালের ২৫তম পর্বে এ প্রজেক্টের শেষ পর্বের সকল কাজ কিভাবে শেষ করা যায় তা তুলে ধরা হয়েছে।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি