![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পাইথন নিয়ে অনুষ্ঠিত হল ৫ দিনের বিশেষ কোডস্প্রিন্ট ক্যাম্প। এতে অংশগ্রহণকারী ১৮ জনকে সার্টিফিকেট দেয়া হয়েছে।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) দশ বছর পূর্তি উৎসবের বছরব্যাপী আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় এ কোডস্প্রিন্ট ক্যাম্প।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সহায়তায় বিসিসি কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত এ কোডস্প্রিন্ট আয়োজনে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পাইথন নিয়ে চলে নানা ধরনের কার্যক্রম। ১১ জুন শুরু হওয়া এ কোডস্প্রিন্টের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেয়া হয়।
সোমবার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১৮ জনকে সার্টিফিকেট তুলে দেন বিসিসি’র নির্বাহী পরিচালক এসএম আশরাফুল হক।
এ সময়ে বিসিসি’র পরিচালক এনামুল কবির, বিডিওএসএনের যুগ্ম সম্পাদক এনায়েত হোসেন রাজীব, ক্যাম্পের সমন্বয়ক তানভির শুভ উপস্থিত ছিলেন।
প্রায় ৫১ জন আবেদনকারীর মধ্যে অনলাইন পরীক্ষার মাধ্যমে পাঁচদিনের এ ক্যাম্পের জন্য ১৮ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।
এ কোডস্প্রিন্টে ডিজাইন, ডেভলপমেন্টের পাশাপাশি বর্তমান সময়ের উপযোগী বিভিন্ন প্রকল্প ভিত্তিক কাজ করেন অংশগ্রহণকারীরা।
একই ধরনের আরও আয়োজন দেশের বিভিন্ন অঞ্চলে করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
ক্যাম্প পরিচালনা করেন মাফিনার খান, মোজাম্মেল হক, মোস্তাক আহমেদ, মোঃ তাহমিদ ইসলাম, তাহমিদ রাফি, মাহফুজ আজিজ, তানভির শুভ এবং নরওয়ে থেকে অনলাইনে মেন্টর হিসেবে ছিলেন নাইমা জাকারিয়া।
আহমেদ মনসুর
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি