![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে কম্পিউটারের নিরাপত্তা দেওয়া অ্যান্টিভাইরাস নির্মাতা ও সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব হ্যাক হয়েছে।
হ্যাকের ঘটনা স্বীকার করেছে রাশিয়ান প্রতিষ্ঠানটি। ক্যাসপারস্কি জানিয়েছে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। তবে এটি প্রাথমিক পর্যায়ের একটি অনুপ্রবেশ বলে তাদের বিশ্বাস।
আক্রমণকারীরা ক্যাসপারস্কির বেশ কিছু ফাইল নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। তবে এটা গুরুতর কোন হ্যাকিং ছিল না।
ক্যাসপারস্কি ল্যাব কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিষ্ঠানটির নতুন প্রযুক্তির বিষয়ে গোয়েন্দা নজরদারি চালাতেই হ্যাকের ঘটনা ঘটেছে। এই অনুপ্রবেশে আগের তিনটি প্রযুক্তি জড়িত।
তবে হ্যাকের ফলে ক্যাসপারস্কির গ্রাহক ও পার্টনারদের ডাটার কোন ক্ষতি হয়নি বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইউজিন ক্যাসপারস্কি বলেছেন, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানে গুপ্তচরবৃত্তির বিষয়টি খুবই বিপদজনক প্রবণতা।
বিবিসি অবলম্বনে সৌমিক আহমেদ
আরও পড়ুন:
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি