Header Top

'ঢাকার টেক কমিউনিটি' অনুষ্ঠিত

দেশের সফটওয়্যার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বেসিস ও গুগল বিজনেস গ্রুপের (জিবিজি) উদ্যোগে ঢাকায় হয়ে গেল  সেমিনার ‘ঢাকার টেক কমিউনিটি’। রবিবার বেসিসgbg_pic মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে বেসিস ও জিবিজির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যত কর্মপরিল্পনা নিয়ে আলোচনা করা হয়। ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য গুগল ম্যাপে অর্ন্তভুক্ত করতে জিবিজির চলমান কার্যক্রম নিয়েও এতে আলোচনা হয়।
সেমিনারে বেসিস সভাপতি শামীম আহসান, গুগল বাংলাদেশের কান্ট্রি কনসাল্টেন্ট কাজী মনিরুল কবির, গুগল দক্ষিন এশিয়ার আউটরিচ ও কমিউনিটি ব্যবস্থাপক হাদী ওথমানসহ জিবিজির কর্মকর্তারা অংশ নেন।
বেসিস সভাপতি শামীম আহসান তার বক্তব্যে জিবিজির এসব উদ্যোগকে স্বাগত জানান। বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে যুক্ত সবার সহযোগিতা নিয়ে বেসিস সফলভাবে এগিয়ে যাবে বলে আশা করেন তিনি।

*

*

আরও পড়ুন