![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) ঢাকা দেশের ৬ জেলায় আয়োজন করতে যাচ্ছে তাদের সবচেয়ে বড় সম্মেলন। ‘গুগল আইও রিক্যাপ বাংলাদেশ’ নামের এই আয়োজনে গান, গল্প, আড্ডা আর গিফটের ব্যবস্থা থাকবে।
সম্মেলনটিতে অ্যান্ড্রয়েড, ক্লাউড কম্পিউটিং, গুগল গ্লাস, গুগল ট্রান্সলেশনের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।
১২ জুন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা ও দিনাজপুরে একযোগে সম্মেলনটি হবে।
নির্ধারিত দিন সম্মেলনটি দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
চলতি বছর গুগলের আন্তর্জাতিক এই সম্মেলন ‘গুগল আইও’তে বাংলাদেশ থেকে পাঁচজন ডেভেলপার অংশ নেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে জিডিজির এই আয়োজন।
আয়োজন সম্পর্কে জিডিজি ঢাকার ব্যবস্থাপক আরিফ নিজামী বলেন, এখন পর্যন্ত দুই হাজারের বেশি নিবন্ধন সম্পন্ন করেছে। এই সংখ্যা আরও বাড়বে। তবে আশা করছি, বড় এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পারবো।
আয়োজনে গুগলের আরও কয়েকটি কমিউনিটি অংশ নেবে। যেমন- গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) এবং গুগল বিজনেস গ্রুপগুলো (জিবিজি)।
আয়োজনটির পৃষ্ঠপোষকতা করছে গুগল, এলিট মোবাইল এবং কখন ডটকম ।
অনুষ্ঠানে অংশ নিতে এই ঠিকানা থেকে নিবন্ধন করা যাবে।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি