![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ‘নেটওয়ার্ক সিকিউরিটি : ভালনার্যািবিলিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট অব ক্যাম্পাস নেটওয়ার্ক’ নামের ৫ দিনব্যাপি আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে।
রবিবার রাজধানীর আইইবি ভবনের ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের সেমিনার হলে বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন) প্রশিক্ষণ কোর্সটির আয়োজন করেছে।
প্রশিক্ষণ কোর্সে ভারত, শ্রীলংকা, ভুটান ও মিয়ানমার থেকে একজন করে এবং বাংলাদেশ থেকে ১৭ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন।
সাইবার নিরাপত্তা কার্যকর এবং সাইবার ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সব কিছু এখানে দেখানো হবে।
কোর্সটি দেশ ও বিদেশের বিভিন্ন অভিজ্ঞ ও পেশাদার প্রশিক্ষক পরিচালনা করছেন।
প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য এবং বিডিরেন ট্রাস্টের ভাইস-চেয়ারপারসন প্রফেসর ড. মোঃ আখতার হোসেন।
নেটওয়ার্কের নিরাপত্তা বিষয়ক শিক্ষার উপর যথাযথ গুরুত্ব আরোপ করে তিনি বলেন, এই প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীরা প্রতিষ্ঠানের নিরাপত্তা শক্তিশালী করার মাধ্যমে সাইবার ঝুঁকি এড়াতে পারবেন।
উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং সরকারের অতিরিক্ত সচিব ড. গৌরাঙ্গ চন্দ্র মোহান্ত এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় উইংয়ের অতিরিক্ত সচিব মোঃ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এ. কে. এম. হাবিবুর রহমান। প্রশিক্ষণ কর্মসূচীর লাইভ স্ট্রিমিং দেখা যাবে এই ঠিকানায়।
ইমরান হোসেন মিলন