ফেইসবুক থেকে নিশিতার বিদায়

Nishita barua singer-TechShohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হঠাৎ করেই ফেইসবুক থেকে বিদায়ের ঘোষণা দিলেন নিশিতা বড়ুয়া। ক্লোজআপ ওয়ানখ্যাত এই গায়িকা তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার ফেসবুক অ্যাকাউন্টটি সারা জীবনের জন্য বন্ধ (ডিএক্টিভেট) করে দিচ্ছি।’

কী কারণে তিনি এ ফেইসবুক থেকে সরে দাঁড়াচ্ছেন, এর জবাবও দিয়েছেন। তিনি জানান, ফেইসবুক ব্যবহার করে কোনো কাজের কাজই হচ্ছে না।

Nishita barua singer-TechShohor

Techshohor Youtube

জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইটটিতে সম্প্রিত তারকাদের নামে বিভিন্ন বাজে কথা রটার কথা উল্লেখ করে তিনি জানান, ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক করে অন্যকেউ সেই আইডির স্ট্যাটাসে বাজে কথা বলতে পারে। এসব খুব ভয় লাগে। তাই ঝামেলা এড়াতেই অ্যাকাউন্টটি বন্ধ করা হয়েছে।
তিনি সবার উদ্দেশ্যে বলেন, ‘এরপর থেকে যদি এই নামে কোনো ফেইসবুকে অ্যাকাউন্ট পাওয়া যায়, তাহলে ধরে নিবেন সেটা ভুয়া আইডি।’

সম্প্রতি এক নায়িকার সঙ্গে পরিচালকের চ্যাট এবং দুই অভিনেত্রীর ভার্চুয়ালতর্ক নিয়ে বেশ সরব ছিল ফেইসবুকপাড়া।

*

*

আরও পড়ুন