ফটোশপ সিএস ৬ : মুন প্রজেক্ট ৫

photoshop-selection-tool-TechShohor

হাসান যোবাযের, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফটোশপে সিলেকশন তৈরির জন্য অনেকগুলো টুলস রয়েছে। এক এক টুলের কাজ এক এক রকম। কাজ করার ক্ষেত্রে সবগুলো টুলস সম্পর্কে জানা থাকলে অনেক সুবিধা হয়। একারণে মুন প্রজেক্টে সিলেকশন টুলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বেশ কয়েকটি পর্ব এই মুন প্রজেক্ট নিয়ে করা হয়েছে। সিলেকশন করার অনেকগুলো পদ্ধতি নিয়ে এই পর্বগুলোতে আলোচনা করা হয়েছে। মুন প্রজেক্ট প্রায়  শেষের দিকে।  আর  একটি পর্ব রয়েছে তারপরই সিলেকশন টুলগুলো নিয়ে এই প্রজেক্ট শেষ হবে। ভিডিও টিউটোরিয়ালের ২৪তম টিউটোরিয়ালে এ প্রজেক্টের চতুর্থ পর্বে আরও কিছু কাজ দেখানো হলো।

*

*

আরও পড়ুন