![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে এইচপি অফিসজেট প্রো এক্স৪৫১ মডেলের ডুপ্লেক্স ওয়াইফাই প্রিন্টার। প্রিন্টারটিতে রয়েছে ৫৫পিপিএম প্রিন্টিং স্পীড, সর্বোচ্চ ১০৫০ শীট রাখার ট্রে, একসাথে ৩০০ কপি প্রিন্ট করার সুযোগ, ২ ইঞ্চি মনো গ্রাফিক্স ডিসপ্লে, ৭৯২ মেগাহার্জ প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ২৮০০ পৃষ্ঠা পর্যন্ত মাসিক ডিউটি সাইকেল এবং বিল্ট ইন ইথারনেট ফিচার।
লেজার কোয়ালিটির এই প্রিন্টারটিতে প্রিন্টিংয়ের ক্ষেত্রে এইচপি ইপ্রিন্ট, এইচপি ইপ্রিন্ট মোবাইল অ্যাপস, গুগল ক্লাউড প্রিন্ট, এইচপি ইপ্রিন্ট ওয়্যারলেস ডিরেক্ট এবং অ্যাপল এয়ারপ্রিন্ট কমান্ড ব্যবহার করা যায়।
১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্রিন্টারটির দাম ৪৮ হাজার টাকা।
– বিজ্ঞপ্তি থেকে তুহিন মাহমুদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি