তথ্যপ্রযুক্তির ক্যারিয়ার বিষয়ক সেমিনার ২৯ মে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  তথ্যপ্রযুক্তির উন্নতিতে অনেকেই এখন এ খাতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন। তবে এ খাতের কর্মসংস্থানের স্থানীয় ও আন্তজার্তিক বাজার সম্পর্কে যাদের ধারণা কম, তাদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শ দিতে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।

আগামী শুক্রবার (২৯ মে) ‘আইটি ক্যারিয়ার বিল্ডিং : লোকাল এবং আন্তজাতির্ক মার্কেট’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হবে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব)।

সম্মেলনের আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) স্টুডেন্টস ফোরাম এবং ইউল্যাবের কম্পিউটার বিভাগ।

Techshohor Youtube

1383585_1471065493185310_790689198115212539_n

সেমিনার আলোচক হিসেবে থাকবেন এডভান্স ইআরপির ম্যানেজিং ডিরেক্টর এবং বেসিসের যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল।

আরও বক্তব্য রাখবেন ইউল্যাবের কম্পিউটার বিভাগের প্রধান প্রফেসর ড. সাজ্জাদ হোসাইন, সিএসএল সফটওয়্যার রিসোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বেসিসের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাউলি এবং  ক্লাউড টিম ৬ পরিচালক মোহাম্মাদ মাহাদী উজ জামান।

আলোচকরা এ খাতে ক্যারিয়ার গড়ার বিভিন্ন দিক, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এবং তরুনদের বিভিন্ন পরামর্শ দেবেন।

শুক্রবার বিকাল ৪ থেকে ৬ পর্যন্ত সেমিনারটিতে অংশগ্রহণের পদ্ধতি এবং বিস্তারিত জানা যাবে এ ঠিকানায়

তুসিন আহমেদ

*

*

আরও পড়ুন