তথ্যপ্রযুক্তিতে নারীদের ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে আরআর ফাউন্ডেশন

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তথ্যপ্রযুক্তিতে নারীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের আয়োজন করেছে আরআর ফাউন্ডেশন।

প্রতিষ্ঠানটির নিজস্ব অর্থায়নে ১২০ জন নারীকে এই প্রশিক্ষণ দেয়া হবে। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভলপমেন্ট এবং গ্রাফিক ডিজাইন এই দুটি বিষয়ে যথাক্রমে ৭৫ ও ৪৫ জন প্রশিক্ষণের সুযোগ পাবেন।

11150269_1068530399828595_2722321842979554773_n

Techshohor Youtube

বিনামূল্যে প্রশিক্ষণ সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রধান নিবার্হী রাসেল আহমেদ টেকশহর ডটকমে জানান, তথ্যপ্রযুক্তিতে দেশের নারীরা অনেকাংশে পিছিয়ে আছে। তাই শিক্ষিত বেকার নারী সমাজকে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে এই প্রশিক্ষণ।  একটি ছেলে সহজেই যেকোন জায়গা থেকে ট্রেনিং বা অন্য বিভিন্ন সুবিধা পেয়ে থাকে কিন্তু নারীদের এই সুযোগ-সুবিধা কম। তাই আমরা নারীদের সুযোগ দিতে চাই।

ইতিমধ্যে এ্রই প্রশিক্ষণে প্রায় ৫০০ জন নিবন্ধন করছে বলে তিনি জানান।

প্রশিক্ষণে অংশগ্রহণ করতে  নিবন্ধন করতে হবে এই ঠিকানায়। এরপর পরীক্ষার মাধ্যমে নির্বাচিত নারীরা বিনামূল্যের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।

তুসিন আহমেদ 

 

 

*

*

আরও পড়ুন