Techno Header Top and Before feature image

মাইনক্রাফটে আসক্ত শিশুরা!

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের গেইম মাইনক্রাফট ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবে সবচেয়ে জনপ্রিয় ভিডিও গেইমের স্বীকৃতি পেলো।

ইউটিউবের অফিসিয়াল হিসাব অনুযায়ী তাদের সাইট থেকে শুধু মাত্র মার্চ মাসেই ৩ দশমিক ৯ বিলিয়ন বা ৩ কোটি ৯০ লাখ বার দেখা হয়েছে মাইনক্রাফট গেইমটি।

বিশ্বজুড়ে এই বিশাল দর্শকের বেশিরভাগই শিশুরা। অ্যানিমেশন গেইমটির মাধ্যমে শিশুরা বিভিন্ন স্থাপনা যেমন- ঘর, ব্রিজ, ফার্মহাউজ ও ম্যাপ তৈরি ও স্থাপনা রক্ষায় যুদ্ধ করতে পারে।

Microsoft_

মাইক্রোসফটের গেইমটির বিষয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। ভিডিও গেইমসটিতে শিশুদের আসক্তির কারণ বুঝতে না পারা অভিভাবকরা হতাশ ও ক্ষুদ্ধ।

গেইমটি শিশুদের স্বাভাবিক মানুষিক বিকাশ বাধাগ্রস্ত করছে এমন অভিযোগে মার্চে তুরস্ক গেইমটি সেদেশে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছিল।

এমনকি শিশুদের উপর মাইনক্রাফটের প্রভাব নিয়ে দেশটি পরিবার ও সামজিক নীতি বিষয়ক মন্ত্রনালয় একটি গবেষণা প্রতিবেদনও প্রকাশ করে। পরে মাইক্রোসফটও গেইমটির বিষয়ে গবেষণার ঘোষণা দেয়।

শুধু তুরস্ক নয় গেইমটি বন্ধ করতে পশ্চিমা বিশ্বে অনেক অভিভাবকই সোচ্চার। শিশু এবং তরুণদের মধ্যে গেইমটির আসক্তিতে উদ্বেগ প্রকাশ করে থাকেন অনেক অভিভাবক। তাদের অভিযোগ মাইনক্রাফট তাদের সন্তানদের পড়াশোনার উপরও প্রভাব ফেলছে।

শুধু অভিভাবকরাই নন এই দলে আছে গবেষকরাও। যারা মনে করেন গেইমটি শিশুদের উপর প্রভাব ফেলে।

তবে অনেক অভিভাবক আছে যারা মনে করেন গেইমটি শিশুদের সৃষ্টিশীলতা শেখাতে সহায়তা করছে।

গত বছরের সেপ্টেম্বরে আড়াই বিলিয়ন মার্কিন ডলারে গেইমটি কিনে নেয় মাইক্রোসফট। কিনে নেওয়ার পর মাইনক্রাফট প্রথম যে গেইমটি রিলিজ করে সেই ভার্সনটি বিক্রি হয়েছে ৫৪ মিলিয়ন কপি।

বিবিসি অবলম্বনে সৌমিক আহমেদ

*

*

আরও পড়ুন