![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশে বিনামূল্যের ইন্টারনেট সেবা ইন্টারনেট ডটঅর্গ চালু ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
বিশ্বজুড়ে ইন্টারনেট ডটঅর্গ চালুর উদ্যোক্তা জাকারবার্গ এ বিষয়ে ফেইসবুক ওয়ালে একটি পোস্ট দিয়েছেন।
এডিট করা ওই পোস্টে বাংলাদেশে বিনামূল্যের ইন্টারনেটের এ সেবা ইন্টারনেট ব্যবহার বাড়াতে ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেছেন।
আরও পড়ুন: বাড়ি বাড়ি গিয়ে ফ্রি ইন্টারনেটের ব্যবহার শেখাবে ফেইসবুক
জনপ্রিয় এ সামাজিক মাধ্যমের প্রতিষ্ঠাতা লিখেছেন, ‘বাংলাদেশে সম্প্রতি রবি নেটওয়ার্কের সঙ্গে চালু ইন্টারনেট ডটঅর্গ বিশ্বের সঙ্গে সংযোগের আরও একটি পদক্ষেপ।
পোস্টে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটির বেশি হলেও ইন্টারনেট ব্যবহারকারী ১০ শতাংশেরও কম।
একটি গবেষণার তথ্য তুলে ধরে জাকারবার্গ লিখেছেন, ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রতি ১০ জনের একজন দারিদ্র্য থেকে মুক্ত হতে পেরেছেন। ইন্টারনেট সংযোগ থাকলে শিক্ষা, স্বাস্থ্য, তথ্য, চাকরিসহ গুরুত্বপূর্ণ যোগাযোগ রক্ষা সম্ভব।
ইন্টারনেট ডটঅর্গের আওতায় বাংলাদেশের এক কোটির বেশি এবং বিশ্বের কয়েক কোটি মানুষকে সেবা প্রদান সম্ভব হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন।
স্ট্যাটাসে বাংলাদেশের সাংবাদিক জয়িতার একটি ছবি পোস্ট করেছেন। স্ট্যাটাস এডিট করার আগে জয়িতাকে পাকিস্তানের সাংবাদিক উল্লেখ করেছিলেন। তার উদাহরণ টেনে জাকারবার্গ লিখেছেন, তিনি মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে চাকরি ও খবরের আপডেট নেন।
জাকারবার্গ তার পোস্টের শেষে হ্যাসট্যাগ হিসাবে কানেক্টবাংলাদেশ ও কানেক্টওয়ার্ল্ড ব্যবহার করেন।
এখন পর্যন্ত পোস্টে ৫৪ হাজার ৮০১ লাইক ও ৪ হাজার ৭২৮ কমেন্ট পড়েছে। আর শেয়ার হয়েছে ৪ হাজার ৩৩৩ বার।
ইমরান হোসেন মিলন
আরও পড়ুন: