ভ্যালুটপের ব্লুটুথ স্পিকার এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভ্যালুটপের নতুন মডেলের বেশ কিছু আকর্ষণীয় ব্লুটুথ স্পিকার এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড।

স্পিকারগুলোর ক্যাসিং পরিবেশ বান্ধব রেসিন দিয়ে তৈরি করা হয়েছে। সর্বোচ্চ ১০ মিটার দূরত্বে এগুলো কাজ করে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশক প্রতিষ্ঠানটি দাবি করেছে, স্পিকারগুলোর সাউন্ড কোয়ালিটি অত্যন্ত পরিষ্কার ও প্রতিধ্বনি-মুক্ত। এগুলোতে মাইক্রো এসডি কার্ড দিয়ে গান উপভোগ করা যায়। ডিভাইসগুলো ৩ ওয়াট আরএমএস অডিও আউটপুট দিয়ে থাকে।

Techshohor Youtube

Valutop BT SPEAKER

এছাড়াও এগুলোতে রয়েছে অক্সিউলারি ইনপুট, কার্ড রিডার ফাংশন, ইউএসবি সাউন্ড কার্ড ফাংশন ইত্যাদি।

দেশের প্রযুক্তি বাজার থেকে দুই হাজার ২৫০ টাকায় পাওয়া যাচ্ছে ডিভাইসগুলো।

আহমেদ মনসুর

*

*

আরও পড়ুন