Techno Header Top and Before feature image

বন্ধ হয়ে যাচ্ছে অ্যানোনিমাসের সিক্রেট অ্যাপ

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিখ্যাত হ্যাকার গ্রুপ অ্যানোনিমাসের ম্যাসেজ শেয়ারিং অ্যাপলিকেশন সিক্রেট বন্ধ হয়ে যাচ্ছে।

গত বছর অ্যাপটি প্রথম যুক্তরাজ্যে উন্মোক্ত করা হয়েছিল। এরপর অল্প সময়ের মধ্যেই অ্যাপটি বিভিন্ন দেশে উন্মোক্ত করা হয়।

অ্যাপটি অনেক কম সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তাও অর্জন করেছিল। প্রযুক্তি বিশ্বের নানা সমালোচনার কারণে অল্প সময়ের মধ্যেই অ্যাপটির জনপ্রিয়তা তৈরি হয়।

_82667224_460705636

জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে ভালো ব্যবসায়ও করছিল সিক্রেট অ্যাপ। তবে ব্রাজিলে সিক্রেট অ্যাপটি নিষিদ্ধ করার পর থেকে বেশ কিছু দিন ধরে সময়টা ভালো যাচ্ছিলনা প্রতিষ্ঠানটি।

অ্যাপলিকেশনটির সহ-প্রতিষ্ঠাতা ডেভিড বাইটো এক টুইটার বার্তায় ভারাক্রান্ত হৃদয়ে অ্যাপটি বন্ধ হয়ে যাওয়ার খবর জানিয়েছেন।

ডেভিড তার টুইটার বার্তায় জানান সিক্রেট অ্যাপটির ১৫ মিলিয়ন ব্যবহারকারীদের সব ডাটা ও কনটেন্ট চিরতরে মুছে ফেলা হবে।

ফান্ডে থাকা মিলিয়ন ডলার ফিরিয়ে দেওয়া হবে অ্যাপের বিনিয়োগকারীদের। মার্কিন অভিনেতা অ্যাস্টন কুচারের মতো অনেক হাইপ্রেফাইল বিনিয়োগকারী রয়েছে সিক্রেটের।

ডেভিড তার ব্লগে বলেছেন, দুরভাগ্যবসত আমরা আমাদের লক্ষে পৌঁছাতে পারলামরা।

গতানুগতির সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে ১৫ মিলিয়ন ব্যবহারকারীকে টানতে সক্ষম হওয়ায় সিক্রেট অ্যাপের টিমকে ধন্যবাদ জানিয়েছেন অ্যাপটির সহ-প্রতিষ্ঠাতা।

স্কাই নিউজ অবলম্বনে সৌমিক আহমেদ

*

*

আরও পড়ুন