অনলাইন প্রোগ্রামিংয়ে বিজয়ী মওদুদ হাসান ও শাহরিয়ার শুভ

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হাইস্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মওদুদ হাসান ও ফারহান শাহরিয়ার শুভ।

হাসান খুলনার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল ও শুভ ময়মনসিংহের আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী।

অনলাইন জাজিং সিস্টেম কোডমার্শাল এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) অনলাইন প্রতিযোগিতাটির আয়োজন করে। শনিবার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

Techshohor Youtube

High school programming competition winner

এতে ২৬৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে নির্ধারিত প্রশ্নের সমাধান জমা দেন ৭৮ জন। তবে সবকটি প্রশ্নের সঠিক উত্তর দেন মাত্র ৪ জন। বাকিদের মধ্যে ৬৭ জন কমপক্ষে একটি করে সঠিক সমাধান জমা দেন।

কোডমার্শালের প্রধান সমন্বয়কারী ও আন্তর্জাতিক কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার অন্যতম বিচারক মাহমুদুর রহমান জানান, কোডমার্শাল প্ল্যাটফর্মে সাধারণত বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। তবে এখন থেকে হাইস্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এমন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান জানান, হাইস্কুল বলতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের গণ্য করা হয়েছে। দেশে হাইস্কুল পর্যায়ে প্রোগ্রামিংয়ের চর্চা নতুন কিছু নয়। এর আগেও এমন চর্চা দেশের বড় বড় শহরগুলোতে হয়েছে। বর্তমানে ইন্টারনেটের প্রসার ও হাইস্কুলে আইসিটি শিক্ষার বিস্তৃতি জাতীয়ভাবে এমন আয়োজনকে সহজ করে দিয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে স্কুল পর্যায়ে থেকে শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং চর্চার সুযোগ করে দেয়া হচ্ছে। বাংলাদেশেও এই ধারা তৈরি করতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। এর মধ্যে স্কুল শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং শেখানো, প্রয়োগ ও দক্ষতা সম্পর্কে সচেতন করা, রিসোর্স প্রাপ্তি ও হাতে-কলমে প্রশিক্ষণ ইত্যাদির উপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

ফখরুদ্দিন মেহেদী

*

*

আরও পড়ুন