হাতপাখায় গুগলের বাংলা নববর্ষ উদযাপন

সৌমিক আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলা নতুন বছর ১৪২২ উদযাপনে যুক্ত হয়েছে সার্চ জায়ান্ট গুগল।

মার্কিন সার্চ জায়ান্টের গুগল বাংলাদেশ এর ডুডলে পরিবর্তন আনা হয়েছে বাংলা নববর্ষ উপলক্ষে।

বাংলা নতুন বছর উপলক্ষে ডুডলে গুগলের অক্ষরগুলোকে দেওয়া হয়েছে নতুন রুপ। ইংরেজি বর্ণমালার জি, এল এবং ই অক্ষরগুলো পেয়েছে সবুজ রঙ।

Techshohor Youtube

Google_Doodle_

গুগলের ‘ও’ অক্ষর দুইটি আদলে বাংলার ঐতিহ্যবাহী হাতপাখা ব্যবহার করা হয়েছে। হাতপাখা দুইটিতে রয়েছে নকশীকাঁথার সাজ। একটি পাখাতে লেখা হয়েছে শুভ নববর্ষ ১৪২২।

বিভিন্ন দেশের জাতীয় দিবস বা বিশ্বজুড়ে পালিত জাতিসংঘের দিবসগুলোতে হোম পেইজের ডুডুলে পরিবর্তন এনে থাকে সার্চ জায়ান্ট গুগল।

বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন জাতীয় আচার-অনুষ্ঠানে ডুডুলে পরিবর্তন আনে গুগল বাংলাদেশ।

 

*

*

আরও পড়ুন