![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুগল ইমেজে ‘সিইও’ লিখে সার্চ দিলে নারী মুখাবয়ব দেখানো হয় কম। তবে ‘ফার্স্ট উইমেন সিইও’ লিখে সার্চ দিলে পেপসিকোর ইন্দ্রা নোয়ি বা আইসিসি ব্যাংকের চান্দ্রা কোচারের পরিবর্তে দেখানো হয় ‘সিইও বার্বি’ নামের একটি অ্যানিমেটেড ফিগার!
ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের একদল গবেষক সম্প্রতি এইসব তথ্য প্রকাশ করে জানিয়েছেন, গুগল ইমেজ অনুসন্ধান ফলাফলে লিঙ্গ ভিত্তিক পক্ষপাতটা প্রকট। এতে কোনো পেশার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পর্কে জানতে সার্চ দিলে বেশিরভাগ ক্ষেত্রে নারীদের ছবি দেখানো হয় কম।
গবেষণাপত্রের লেখক সিনথিয়া মাতুসজেক জানিয়েছেন, ভিন্ন ভিন্ন পেশার নাম লিখে গুগল ইমেজে সার্চ দিলে ফলাফলে পুরুষের তুলনায় নারীদের ছবি কম দেখানো হয়।
পুরুষের সাথে নারীর তুলনা ছাড়াও এতে বিভিন্ন পেশার নারী ও বিভিন্ন দেশের নারীদের ছবি দেখানোর শতাংশটাও তুলে ধরা হয়েছে।
গবেষণা ফলাফল অনুযায়ী, সিইও লিখে সার্চ দিলে পুরুষের তুলনায় নারীদের মাত্র ১১ শতাংশ ছবি দেখানো হয়। এর মধ্যে আবার ২৭ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের নারী।
‘অথর’ লিখে সার্চ দিলে পুরুষের তুলনায় নারীদের মাত্র ২৫ শতাংশ ছবি দেখানো হয়। এর মধ্যে আবার ৫৬ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের নারী।
‘ইঞ্জিনিয়ার’ লিখে সার্চ দিলে পুরুষের তুলনায় মাত্র ১৩ শতাংশ নারীর ছবি দেখানো হয়। তবে টেলিমেকার, নার্স বা ফার্মাসিস্ট লিখে সার্চ দিলে নারীদের ছবিই দেখানো হয় বেশি।
ইকোনোমিকস টাইমস অবলম্বনে আহমেদ মনসুর
আরও পড়ুন:
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি