vivo Y16 Project

সোলার কার উদ্ভাবকদের সংবর্ধনা দিলো ড্যাফোডিল

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এশিয়ার বৃহত্তম সোলার প্রযুক্তি মেলায় ফিউচার অ্যাওয়ার্ড পাওয়ায় ‘ইয়েস ইউ ক্যান’ দলের সদস্যদের সোমবার সংবর্ধনা দিয়েছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা দেয়া হয়।

‘সোলার কার প্রজেক্ট’ এর জন্য ফিউচার অ্যাওয়ার্ড পায় ইয়েস ইউ ক্যান।

‘ইলেকট্রিক সোলার ভেহিকল চ্যাম্পিয়নশিপ ২০১৪-২০১৫’ নামের প্রতিযোগিতাটি সম্প্রতি ভারতের হরিয়ানায় অনুষ্ঠিত হয়। এতে চীন, ভুটান, মালদ্বীপ, নেপাল ও ভারতের ৫৭ টি প্রকল্প অংশগ্রহণ করে। এর মধ্যে ড্যাফোডিলের প্রজেক্টটি ফিউচার অ্যাওয়ার্ডের জন্য সেরা নির্বাচিত হয়।

Techshohor Youtube

Members of `Yes You Can along with distinguished guests at the reception program

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, ড. এস এম মাহাবুব-উল হক মজুমদার এবং ড.গোলাম মওলা চৌধুরী, ‘সোলার কার প্রজেক্ট’ এর প্রধান তত্ত্বাবধায়ক এবিএম মুনরুজ্জামান, কারিগরি তত্ত্বাবধায়ক মোহাম্মদ হাবিবুর রহমান এবং অধিনায়ক মোঃ আবদুল্লা আল নোমানসহ আরও অনেকে।

তুসিন আহমেদ

*

*

আরও পড়ুন

vivo Y16 Project