![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রযুক্তি শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে একসাথে কাজ করতে যাচ্ছে কোডারট্রাস্ট ও প্রেনিউরল্যাব। এ নিয়ে দুই কোম্পানির মধ্যে কোডারট্রাস্টের গুলশান কার্যালয়ে একটি চুক্তি হয়েছে।
এ ব্যাপারে কোডারট্রাস্টের সি এফ ও জেন বলেন, এ দেশের ডেভেলপারদের অনুপ্রাণিত করতে হবে। এতে আরও বেশি বেশি নতুন ধারণা নিয়ে কাজ করা যাবে।
প্রেনিউরল্যাবের সি ই ও আরিফ নিজামী বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে দেশের প্রযুক্তিক্ষেত্রে আরও বেশী অবদান রাখতে চাই।
চুক্তিসই অনুষ্ঠানে জানানো হয়, ইতিমধ্যে কোডারট্রাস্ট তাদের লার্নিং সেন্টারে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছে। প্রেনিউরল্যাবও গত দুই বছরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হ্যাকাথন, ডিজাইন স্প্রিন্টের মতো প্রায় ১০০ ইভেন্ট করেছে।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন কোডার ট্রাস্টের বিজনেস ডেভেলপার এমান্ডা নিলসন, সামিয়া সারওয়ার , মার্কেটিং ম্যানেজার আসিফ তন্ময় এবং প্রেনিউরল্যাবের ভিপি অব পার্টনারশিপ রুবাইয়াদ তানভীর ফেরদৌস এবং লজিস্টিক ম্যানেজার বিল্লাল হোসেন শোভন ।
কোডার ট্রাস্ট একটি আন্তর্জাতিক মাইক্রোফিন্যান্স ও ট্রেইনিং কোম্পানি। এটি প্রতিষ্ঠা করেন স্কাইপে ফাউন্ডার মরটেন লুন্ড। এদিকে, প্রেনিউরল্যাব মূলত একটি উদ্ভাবন স্টার্ট আপ।
ফখরুদ্দিন মেহেদী