সবচেয়ে গতিশীল ব্রডব্যান্ড ইন্টারনেট দক্ষিণ কোরিয়ায়

internet-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বের সবচেয়ে গতিশীল ব্রডব্যান্ড ইন্টারনেট উপভোগ করে থাকেন দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীরা।

বিশ্বের সবচেয়ে গতিশীল ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান আকামাই’র সর্বশেষ প্রকাশিত ‘দ্য স্টেট অব ইন্টারনেট’ রিপোর্টে শীর্ষে দক্ষিণ কোরিয়া।

‘দ্য স্টেট অব ইন্টারনেট’ রিপোর্টে বলা গড়ে ২২.২ মেগাবাইট (এমবিপিএস) গতির ইন্টারনেট ব্যবহার করে থাকেন দক্ষিণ কোরিয়ানরা। তবে দেশটির ইন্টারনেটের গতি ১২ শতাংশ কমেছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

Techshohor Youtube

internet

দ্য স্টেট অব ইন্টারনেট রিপোর্টে বলা হয়েছে গড়ে ১৬.৮ মেগাবাইট (এমবিপিএস) গতির ইন্টারনেট ব্যবহার করে থাকেন হংকংবাসীরা। গত প্রান্তিকে দেশটির ইন্টারনেটের গতি ৩.৪ শতাংশ বেড়েছে।

১৫.২ মেগাবাইট গতির ইন্টারনেট নিয়ে জাপান তৃতীয় অবস্থানে। চতুর্থ অবস্থানে সুইডেন। তাদের গতি ১৪.৬ এমবিপিএস। গত প্রান্তিকে দেশটির ইন্টারনেটের গতি ৩.৫ শতাংশ বেড়েছে।

পঞ্চম অবস্থানে নেমে গেছে সুইডেন। তাদের ১১.৬ এমবিপিএস। গত প্রান্তিকে ইন্টারনেটের গতি ছিল ১৪.৫ মেগাবাইট। এরপর ১৪.২ মেগাবাইট গতি নিয়ে আছে নেদারল্যান্ডস।

অবাক করার মতো বিষয় হলো তালিকার ৭ নম্বরে লাট ভিয়া। আর গতি ১৩ মেগাবাইট। এরপর আছে আয়ারল্যান্ড, চেক রিপাবলিক ও ফিনল্যান্ডের মতো অখ্যাত ইউরোপিয়ান দেশ।

ইউরোপের প্রভাবশালী দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানীর মতো দেশ শীর্ষ ১০ স্থান পায়নি। নেই বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র। কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশও নেই তালিকার প্রথম দশে।

কম্পিউটার নেটওয়ার্ক বা ইন্টারনেটের রিসার্চ শুরু হয় ১৯৬৯ সালে। বিশ্বব্যাপী ইন্টারনেট ছড়িয়ে পড়ে ৯০ দশকের গোড়া থেকে।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে সৌমিক আহমেদ

*

*

আরও পড়ুন