Techno Header Top and Before feature image

অ্যাপল যেন হিটলার!

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপলকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন চীনা প্রযুক্তি কোম্পানি লেসি টিভি ডটকমের সিইও জিয়া উয়িটিং।

লেসি টিভি ডটকম একটি ইলেক্টনিক্স ও ভিডিও স্ট্রিমিং সেবা দেওয়া প্রতিষ্ঠান। সম্প্রতি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে তারা।

নতুন স্মার্টফোনের বিজ্ঞাপনের জন্য একটি পোস্টারের মোড়ক উন্মোচন করেছে লেসি।

Apple-

পোস্টারে জার্মানীর নাজি বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলারের ছবি কাটুন হিসেবে ব্যবহার করা হয়েছে। মজার বিষয় হলো কাটুনটির হাতে জুড়ে দেওয়া হয়েছে অ্যাপলের লোগো।

একা দাঁড়িয়ে থাকা হিটলারের কাটুনটির পেছনে ডেন্ট ক্রস বোর্ড লাগানো আছে। আর একটু দুরে কয়েকটি হাস্যউজ্জল শিশু দাঁড়িয়ে আছে।

অ্যাপলকে ব্যাঙ্গ করে বুঝানো হয়েছে প্রতিষ্ঠানটি একা।

অ্যাপলের কারণে স্মার্টফোনের প্রতি গ্রাহকদের আগ্রহ হারাচ্ছে ও প্রতিষ্ঠানটি স্মার্টফোন পণ্যটির উদ্ভাবন বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করা হয়েছে।

পোস্টারে গুগলের স্মার্টফোন অপারেটিং সিস্টেম ও অ্যাপলের আইওএস এর তুলনা করা হয়েছে।

দ্যা টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে সৌমিক আহমেদ

১ টি মতামত

*

*

আরও পড়ুন